চ্যাম্পিয়নস ট্রফিতে ক্রিকেটারদের ব্যাটে অকল্পনীয় প্রযুক্তি!

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাত পোহলেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফির মহারণ। সেরা আট দলের ক্রিকেট যুদ্ধ এবার ২২ গজে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির আকর্ষণ বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। ৪৮ ঘণ্টা আগেই প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইন্টেল’ এর সঙ্গে চুক্তি করার কথা ঘোষণা করেছিল আইসিসি। ক্রিকেটবিশ্বে তাই এবার দেখা যাবে নতুন প্রযুক্তি যা আগে দেখা যায়নি। কী সেই প্রযুক্তি? ক্রিকেটমহলের খবর, ক্রিকেটকে আকর্ষণীয় করতে বিলেত মুলুকে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে ‘স্মার্ট ব্যাট’। যাতে লাগানো থাকবে মাইক্রো চিপ।

জানা গেছে, এই প্রযুক্তিতে ব্যাটের হ্যান্ডলে লাগানো থাকবে একটা ছোট্ট চিপ। এর মাধ্যমে বোঝা যাবে ব্যাটসম্যানরা শট খেলার ক্ষেত্রে কোথায় ভুল হচ্ছে। সেই ভুল ত্রুটি বিশ্লেষণ করে দলের কোচেরা সহজে ভুল শুধরে দিতে পারবেন। পাশাপাশি, কোনো বোলারের বাউন্সারে কোনো ব্যাটসম্যান কত দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটাও দর্শকদের কাছে পৌঁছে যাবে সহজ উপায়ে।

কোনো ব্যাটসম্যানের ব্যাটে ধাক্কা খেয়ে কত দ্রুত গতিতে বল বাউন্ডারির দিকে গেল, সেটাও জানা যাবে নতুন প্রকার এই চিপের সাহায্যে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের পর ব্যাটের হ্যান্ডেলে লাগানো চিপ খুলে নিয়ে সহজে ল্যাপটপের মাধ্যমে ব্যাটিংয়ের খুটিনাটি বিষয় পর্যবেক্ষণ করতে পারবেন ব্যাটসম্যানরা। তবে প্রাথমিকভাবে প্রতিটি দলের ৩ জন ব্যাটসম্যান এই প্রযুক্তির সুবিধা নিতে পারবেন। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে পৃথিবীর প্রথম ‘স্মার্ট টুর্নামেন্ট’।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-অস্ট্রিয়া সম্পর্ক জোরদারে দুই নেতার মতৈক্য
পরবর্তী নিবন্ধকাবুলে কূটনৈতিক এলাকায় বিস্ফোরণে নিহত ৮০