চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু লাহোর-করাচিতে নেই ভারতের পতাকা!

স্পোর্টস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির আয়োজনে বহুজাতিক একটি টুর্নামেন্ট। এমন টুর্নামেন্টগুলোর আয়োজক দেশে খেলার ভেন্যুতে উড়াতে হয় অংশগ্রহণকারীর দেশগুলো পতাকা। পাশাপাশি আইসিসির পতাকাও থাকবে।

সে হিসেবে আয়োজক পাকিস্তানের ভেন্যুগুলোতে নেই ভারতের পতাকা। এ বিষয়টা সামনে আসতেই তৈরি হলো নতুন বিতর্ক। দুই দেশের সম্পর্কের উত্তাপ আরও বাড়ছে বলেও মনে করছেন অনেকে।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বিতর্ক আরও বাড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরের গাদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা ওড়ানো হয়নি। একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তেমনটা দেখা যাচ্ছে।

পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। লাহোর, করাচিছাড়াও অন্য ভেন্যুটি হলো রাওয়ালপিণ্ডি ন্যাশনাল স্টেডিয়াম। পাকিস্তানের এ তিনটি মাঠেই অংশগ্রহণকারী আট দেশের পতাকা থাকার কথা। ২০২৩ সালে ভারতে যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, তখনও দেখা গিয়েছিল ভারতের প্রতিটি মাঠে সব দেশের জাতীয় পতাকা উড়ছে। কিন্তু পাকিস্তানের স্টেডিয়ামের চিত্র নিয়ে ভিডিও’য় যা দেখা যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে অনেক বড় কেলেঙ্কারি বেধে যাবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দু’দিন আগে লাহোর ও করাচি স্টেডিয়ামের বেশ কিছু ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, দু’টি স্টেডিয়ামে ভারত ছাড়া বাকি সব দেশের পতাকা রয়েছে। বিতর্ক হলো- ইচ্ছা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এইঘটনা ঘটিয়েছে। ভারতীয় সমর্করাও এ অভিযোগ করছেন।

কেন ভারতীয় জাতীয় পতাকা নেই, সেই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা আইসিসি কিছু জানায়নি। তবে দু’টি সম্ভাব্য কারণ উঠে আসছে।

এক) পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। পাকিস্তানে পা রাখবে না তারা। বাকি সাতটি দেশ পাকিস্তানে খেলবে। সে কারণেই হয়তো ভারত ছাড়া সাতটি দেশের পতাকা লাগানো হয়েছে।

দুই) ভারতকে পাকিস্তানে খেলতে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি; কিন্তু সুরক্ষার কারণ দেখিয়ে ভারত সে দেশে যেতে চায়নি। তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে কিছুটা হলেও পাকিস্তানের সম্মানহানি হয়েছে। ভারতীয় বোর্ডের এ পদক্ষেপের পাল্টা জবাব দিতেই এমন ঘটনা ঘটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ যা-ই হোক না কেন, এই ঘটনা যে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

পূর্ববর্তী নিবন্ধকষ্টার্জিত জয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা
পরবর্তী নিবন্ধছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন মোহাম্মদ নবির