স্পোর্টস ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ৬ দিন। যার জন্য বিপিএল আসর শেষ হতেই বাংলাদেশ দল মাঠের প্রস্তুতিতে নেমে পড়েছে। আসন্ন মেগা প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে নাজমুল হোসেন শান্ত’র দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের লক্ষ্য জানিয়েছেন এই টাইগার অধিনায়ক, দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।
টুর্নামেন্টে ভারত ছাড়াও গ্রুপপর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফলে তিনটা ম্যাচই বড় দলের বিপক্ষে, যেখানে জয়ের সমীকরণটাও বেশ কঠিন। তা সত্ত্বেও অবশ্য বাংলাদেশ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন। আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন টাইগার এই অধিনায়ক।
শান্ত বলছিলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ একইসঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’
আল্লাহর প্রতি বিশ্বাস রেখে শান্ত আবার সাফল্য-ব্যর্থতার ভার তার হাতে ছেড়ে দিয়ে বলছেন, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’
প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত দলে নেই জাসপ্রীত বুমরাহ। চোটের কারণে ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এতে ভারতের শক্তি কিছুটা ক্ষুণ্ন হয়েছে ঠিক, তবে তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেই নামবে। এ প্রসঙ্গে শান্ত বললেন, ‘বুমরাহ বা নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না, তাদের পুরো দলই ভালো। শুধু ভারত নয়, পাকিস্তান-নিউজিল্যান্ডও; তিনটি দলই ভারসাম্যপূর্ণ। তিনটি দলের সঙ্গেই কষ্ট করে খেলতে হবে।’
প্রসঙ্গত, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল।