চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে শীর্ষে শুভমান গিল

স্পোর্টস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে এরই মধ্যে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক দল পাকিস্তানের। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৩২১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

এদিকে উদ্বোধনী ম্যাচ চলাকালেই প্রকাশিত হয় আইসিসি ওয়ানডে র‌্যাংকিং। যেখানে দেখা যাচ্ছে সিংহাসনচ্যুত হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।

পাকিস্তান আজ খেলতে নামলেও ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে আগামীকাল বৃহস্পতিবার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারা মোকাবেলা করবে বাংলাদেশের।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরির করেন শুভমান। তিন ম্যাচে ২৫৯ রান করেছেন তিনি। ভাল খেলায় পয়েন্ট বেড়েছে তার।

বুধবার প্রকাশিত ওয়ানডে ক্রিকেটে আইসিসির ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন শুভমান। তার রেটিং পয়েন্ট ৭৯৬। বাবর আজমের রেটিং পয়েন্ট ৭৭৩। এর আগে আরও একবার শীর্ষে এসেছিলেন শুভমান। সেটা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে।

তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে সেঞ্চুরি করেও উন্নতি হয়নি তার। রোহিতের রেটিং ৭৬১। পুরনো তালিকায় চার নম্বরে ছিলেন কোহলি। এবার নেমে গেলেন ৬ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৭২৭।

প্রথম দশ ব্যাটারের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (চার), নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (পাঁচ), আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর (সাত), শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা (আট), ভারতের স্রেয়াশ আয়ার (নয়) ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (দশ)।

পূর্ববর্তী নিবন্ধমা হচ্ছেন স্বাগতা, বেবি বাম্পের ছবি প্রকাশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের জনগণ ও রোহিঙ্গাদের জন্য সহায়তা বন্ধ করবে না ইতালি