রাজু আনোয়ার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মেহের নেগার’। অভিনেত্রী মৌসুমী পরিচালিত এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত ‘মেহের নেগার’। এটি মৌসুমীর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী এবং একজন আফগান যুবকের ভূমিকায় ফেরদৌস।
মৌসুমী-ফেরদৌস ছাড়াও একটি ইরিন জামান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আরো অভিনয় করেছেন প্রবীর মিত্র, রিনা খান, নাদের চৌধুরী, শহিদুল আমল সাচ্চু, রেহানা জলি প্রমুখ। শনিবার দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ছবিটি।
নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন চ্যানেল আইয়ে এদিন সকাল সাড়ে সাতটায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘গানে গানে সকাল শুরু’। এ পর্বে অংশ নেবেন নজরুল সংগীতের জনপ্রিয় শিল্পীরা। এরপর সকাল ১১টা ৫ মিনিটে দেখানো হবে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম।
এদিন রাত ৭টা ৫০ মিনিটে রয়েছে শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় ফেরদৌস আরার পরিবেশনায় একক নজরুল সংগীতের অনুষ্ঠান ‘নীলাম্বরি শাড়ি’। একই অনুষ্ঠানে আবৃত্তি করবেন আফসানা মিমি।
এছাড়া ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব প্রচার হবে এদিন সকাল পৌনে দশটায়। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় এ পর্বটি পরিচালনা করেছেন জিল্লুর রহমান।