পপুলার২৪নিউজ ডেস্ক:
সোমবারের ভোরটা আর দশটা ভোর থেকে ব্যতিক্রম। ঘুম থেকে আড়মোড়া ভেঙে আবারও ঘুম। কানে বাজছে রিমঝিম রিমঝিম। অথচ এখন চৈত্র মাস।
হ্যাঁ, চৈত্রের সাতসকালের শ্রাবণধারা ভিজিয়েছে গোটা শহরকে, সঙ্গে মনকেও। এমনও দিনে মন চায় না বের হতে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দিনভর চলতে পারে এ বৃষ্টি। বিকালের পর বৃষ্টি কমে আসতে পারে।
এদিকে বৃষ্টির কারণে সকালে অফিসগামী ও স্কুলগামী শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। অনেকেই গন্তব্যে যাওয়ার জন্য যানবাহন না পেয়ে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টিতে শিশুদের নিয়ে অভিভাবকদেরও পড়তে হয় বিপত্তিতে।
কেবল রাজধানীতেই নয় সকালের এই বৃষ্টিতে ভিজেছে দেশের বিভিন্ন অঞ্চল।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানের কারণেই পুরো দেশজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, লঘুচাপের কারণে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।