চেয়েছিলাম সেটেল্ড হওয়ার পর সন্তান হোক : পরমব্রত

বিনোদন ডেস্ক

বাবা হতে চলেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। শনিবার সকালে সুখবরটি জানিয়েছেন অভিনেতার স্ত্রী পিয়া চক্রবর্তী। এবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা।

জানা গেল, পিয়া বর্তমানে পাঁচমাসের অন্তঃসত্ত্বা। ব্যস্ত শিডিউলের মাঝে স্ত্রীর খেয়ালও রাখছেন পরমব্রত। এবার হবু বাবা হওয়ার প্রতিক্রিয়া জানালেন অভিনেতা।

আগামী জুন মাসেই পিয়া-পরমব্রতের সংসারে নতুন সদস্যের আগমন ঘটতে যাচ্ছে। পরমব্রতের কথায়, ‘আমি তো আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। কী বলব, সন্তান-পরিবার এগুলোতে বিশ্বাস করি। আমি একটু দেরিতে বিয়ে করেছি। কিন্তু সবসময়ই চেয়েছিলাম যে সেটেল্ড হওয়ার পর আমাদেরও সন্তান হোক, পরিবারটা বাড়ুক।’

এতদিন সুখবরটি গোপন রাখা প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘আমরা যখন প্রথম খবরটা পাই আমাদেরও মনে হয়েছিল, সারা পৃথিবীকে তখনই জানিয়ে দিই। কিন্তু কিছু সতর্কতা নিতে হয়। অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। সেই অনেকগুলো ধাপ পার হওয়ার পরই সবাইকে জানানো উচিত। আমরাও সেটাই করেছি।’

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই জল্পনা চলছিল পিয়ার অন্তঃসত্ত্বা নিয়ে। তখন যদিও অন্তঃসত্ত্বা পিয়া হেসে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তবে শুক্রবার ডাক্তার দেখে এসেই ঠিক করেন, এবার সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় এসেছে। সেই মতো শনিবার সকালে সকলকে চমকে দিয়ে একটি পোস্ট করলেন। যেখানে নীল রঙের কার্ডে লেখা- ‘সন্তান আসছে।’

পূর্ববর্তী নিবন্ধমুগ্ধ-স্নিগ্ধ আমার কোলে বসে ছবিও তুলেছিল : আসিফ
পরবর্তী নিবন্ধআরও ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র