চুরি হওয়া নোবেল ফিরিয়ে দেওয়ার আহ্বান কৈলাসের

পপুলার২৪নিউজ ডেস্ক:

দেশের সম্মানের কথা ভেবে হলেও চুরি হওয়া নোবেল পুরস্কার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কৈলাস সত্যার্থী। ২০১৪ সালে শান্তিতে নোবেলজয়ী কৈলাস দেশে ফিরেই এ কথা বলেছেন বলে জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার তার দিল্লির বাড়ি থেকে চুরি হয় নোবেলের রেপ্লিকা। এর সঙ্গে চুরি হয় সার্টিফিকেটও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

জি নিউজ বলছে, রীতিমতো ফিল্মি কায়দায় চুরি হয় কৈলাসের নোবেলের রেপ্লিকা ও সার্টিফিকিট। গুরুগ্রামে মন্নপুরম ফাইনান্সের অফিসে দুষ্কৃতি-হানার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি আধার কার্ড দেখিয়ে ঢোকার চেষ্টা করে। গার্ড গেট খুলতেই, হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আরেক দুষ্কৃতকারী।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের এই ঘটনায় ফুটেজ দেখেই চিহ্নিত করা সম্ভব হয়েছে দুষ্কৃতকারীদের। দিনে-দুপুরে হওয়া এই ঘটনায় চুরি হওয়া প্রায় ৩২ কেজি সোনা, যা অর্থ মূল্যে প্রায় ৯ কোটি টাকার সমান। এ সময় নগদ প্রায় ৮ লাখ টাকাও চুরি হয় কৈলাস সত্যার্থীর বাড়ি থেকে।

পূর্ববর্তী নিবন্ধভারতে কোচের বিরুদ্ধে নারী ক্রীড়াবিদের যৌন নির্যাতনের অভিযোগ
পরবর্তী নিবন্ধইউপিডিএফ নেতার বাড়িতে মিলল ৮০ লাখ টাকা!