চুরির অভিযোগে ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পপুলার২৪নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী ও তার সহযোগী রফিকুল ইসলাম। পরে গ্রামবাসী গণধোলাই দিয়ে দু’জনকে পুলিশে সোপর্দ করেছে।

মামলা দায়েরের পর আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ জানান, শুক্রবার রাতে উপজেলার ভদ্রকোল গ্রামের কৃষক আব্দুল মান্নানের বাড়িতে চুরির করার সময় এলাকাবাসী ইউপি সদস্য ইউসুফ ও তার সহযোগী শাহজাদপুরের দিলরুবা বাসষ্ট্যান্ড এলাকার রফিকুলকে হাতেনাতে ধরে ফেলে। পরে দুই জনকে গণপিটুনি দেয়া হয়। সংবাদ পেয়ে সকালে তাদেরকে আটকে থানায় নিয়ে আসা হয়। মামলা দায়েরের পর বিকেলে আদালত সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে  একাধিক চুরির অভিযোগ রয়েছে।

কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, ইউপি সদস্য ইউসুফ আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও গরুচুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। জনপ্রতিনিধি হওয়ায় এলাকাবাসী তার বিরুদ্ধে কোন অভিযোগ আনতে সাহস পায়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রদলের নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধবিকল্প অর্থনৈতিক জোট করছে তুরস্ক, কাতার ও ইরান