বিনোদন ডেস্ক:
ড্রিউ বেরিমোর এবং অ্যাডাম স্যান্ডলারের বন্ধুত্বের গল্প আজও ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। হলিউডের এই দুই তারকা বেশকিছু কাজ করেছেন একসঙ্গে। তার মধ্যে রয়েছে কিছু চুম্বনদৃশ্যও। ক্যারিয়ারজুড়ে এমন অনেক দৃশ্যেই অভিনয় করেছেন ব্যারিমোর। অনেক অভিনেতার সঙ্গে বেঁধেছেন জুটি।
তবে চুম্বনদৃশ্যে স্যান্ডলারকেই সবচেয়ে বেশি পছন্দ বলে দাবি করলেন অভিনেত্রী। তার সঙ্গেই সেরা অনস্ক্রিন চুম্বনদৃশ্যের অভিজ্ঞতা পেয়েছেন ব্যারিমোর।
সম্প্রতি ‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ শোতে এই মজার মন্তব্য করেন ড্রিউ ব্যারিমোর।
শোটি চলাকালীন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ্যাডাম এবং আমি একে অপরকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্ক পুরোপুরি প্ল্যাটনিক। আমরা কখনো ডেট করি না। তার স্ত্রী জ্যাকি আমার খুবই ভালো বন্ধু। ও আর আমি খুব উপভোগ করি আমাদের বন্ধুত্বটা। আমি তার সঙ্গে কাজ করতে ভালোবাসি। কারণ আমরা শারীরিক সম্পর্কের চেয়ে অনেক বড় কিছু আবিষ্কার করেছি আমাদের মধ্যে। এটা একটা বন্ডিং। আমরা একে অপরের প্রতি সত্যিকারের অর্থেই শ্রদ্ধাশীল ও স্নেহপ্রবণ। আমাদের আবেগটাও অনেক সুন্দর ও পারিবারিক।’
কোহেন তার সঙ্গে চুম্বন দৃশ্যটি নিয়ে মজা করে মন্তব্য করলে ব্যারিমোর বলেন, ‘দ্য ওয়েডিং সিঙ্গার’ সিনেমার সেই চুম্বনদৃশ্যটি বিশেষ। সেটি মনে হলে আমরা খুব হাসি। নস্টালজিয়া ভালো লাগে।’
ব্যারিমোর জানান, অ্যাডামের সঙ্গে তিনি ‘ফিফটি ফার্স্ট ডেটস’, ‘দ্য ওয়েডিং সিঙ্গার’ এবং ‘ব্লেন্ডেড’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। সবগুলো ছবিতে তাদের রসায়ন দর্শক পছন্দ করেছেন।
ব্যারিমোর বন্ধুপ্রিয় মানুষ। হলিউডে তার অনেক ভালো বন্ধু রয়েছেন। তাদের মধ্যে অভিনেত্রী ক্যামেরন ডিয়াজও অন্যতম একজন। ক্যারিয়ারের প্রথমদিকে তাদের বিখ্যাত বন্ধু আখ্যা দিয়েছেন। আরেক আলোচনায় স্টিভেন স্পিলবার্গকে নিজের প্রিয় পরিচালক হিসেবে উল্লেখ করেন ড্রিউ ব্যারিমোর।