চীনে দুই বছরের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : চীনে গত দুই বছরের মধ্যে এক দিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংক্রমণের বিস্তার ঠেকাতে সাংহাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীরর কর্তৃপক্ষ লকডাউন ঘোষণা ও গণশনাক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে চীন অবশ্য এখন আর বিস্তৃত এলাকায় লকডাউন ঘোষণা করে না। বরং, যে এলাকা বা ভবনে সংক্রমণ শনাক্ত হয় সেই এলাকা বা ভবনটিতে কঠোর লকডাউন ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার চীনে নতুন করে এক হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালে উহানে করোনাভাইরাস শনাক্তের পর দেশটিতে এক দিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

সংক্রমণ বাড়ন্ত থাকা সাংহাইয়ে নগর কর্তৃপক্ষ বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টকে কেন্দ্রীভূত কোয়ারেন্টাইন কেন্দ্রে রূপান্তর। এছাড়া স্কুলশিক্ষার্থী ও কর্মজীবীদের তাদের স্কুল ও কর্মস্থলে আটক রাখা হয়েছে। করোনা নেগেটিভ না আসা পর্যন্ত তাদেরকে সেখানেই আটকে রাখা হবে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ। এখানকার জিলিন কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। ক্যাম্পাসে একটি ক্লাস্টার সনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চীনের টুইটারের মতো প্ল্যাটফর্ম ওয়েইবোতে একটি ব্যাপকভাবে শেয়ার করা পোস্টে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানিয়েছেন, সংক্রমিত শিক্ষার্থীদের লাইব্রেরি ও একাডেমিক ভবনগুলোতে আইসোলেশনে রাখা হয়েছে। সবাই মানসিকভাবে ভেঙে পড়ছে এবং কাঁদছে।

তিনি লিখেছেন, ‘আমার ছাত্রাবাসে অনেক শিক্ষার্থীর জ্বর ছিল, কিন্তু শিক্ষকরা আমাদের স্রেফ জ্বর কমানোর যন্ত্র দিয়েছেন এবং আমাদেরকে ঘুমাতে বলেছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতি রয়েছে। মেয়েদের কোনও স্যানিটারি প্যাড নেই। ছাত্রদের রক্ত ঝড়ছে, ব্যাথায় কাতরাচ্ছে, কাঁদছে এবং সাহায্যের জন্য ডাকছে।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন ও নিরাপত্তা রয়েছে : বিএসইসি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধশিগগিরই ভোজ্য তেলের দাম কমবে: আইনমন্ত্রী