চীনে খনি দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের দুটি সোনার খনিতে শুক্রবার পৃথক দুর্ঘটনায় ১০ জন মারা গেছে। শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। দেশটির কমিউনিস্ট পার্টি নাগরিক কমিটির প্রেস অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৩৬ মিনিটে লিংবাও নগরীতে চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কিনলিং সোনার খনিটি ধোঁয়ায় ঢেকে গেছে। সেখানে ১২ শ্রমিক ও মাকিলপক্ষর ছয় কর্মী আটকা পড়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা খনি থেকে সাতটি লাশ উদ্ধার করে। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যায়। তবে অপর ৯ জন আশঙ্কামুক্ত রয়েছে। নগরীর জরুরি কর্মকর্তারা শনিবার সকালে জানান, আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে। কিন্তু খনির ভেতর বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা অনেক বেশি থাকায় ও এক মিটারের কম দূরের জিনিসও দেখতে না পাওয়ায় তল্লাশি এবং উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।
সূত্র : সিনহুয়া

পূর্ববর্তী নিবন্ধটসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআমেরিকায় সন্তানসহ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী খুন