পপুলার২৪নিউজ ডেস্ক:
বেইজিং নিশ্চিত করেছে যে বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং এ কথা বলেছেন।
তিনি বলেন, লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ চীন সাগরে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রশিক্ষণ চালাচ্ছে। এ তৎপরতা পূর্ব পরিকল্পনা মোতাবেক চলছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, অস্ত্র এবং সরঞ্জাম পরীক্ষা করাই এর উদ্দেশ্য। অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু আর বলেননি তিনি। চীনের বিমানবাহী রণতরী প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে বলে সোমবার নিশ্চিত করেছে বেইজিং। দেশটি বলেছে, মহড়ায় অন্যান্য চীনা রণতরী এবং জঙ্গি বিমান অংশ নিয়েছে। এতে আরো বলা হয়েছে, মহড়া চলাকালে বিমানবাহী রণতরী লিয়াওনিং থেকে কয়েকটি জে-১৫ যুদ্ধবিমান ওঠা-নামা করেছে। দক্ষিণ চীন সাগরের মহড়াকে নিয়মিত অনুশীলন বলে দাবি করেছে বেইজিং। কিন্তু এ তৎপরতা বেইজিং ও তাইপের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।