‘চীনকে টেক্কা দেওয়ার মতো অস্ত্র রয়েছে ভারতের’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সাথে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র ধনওয়া।

ভারতের কাছে যা অস্ত্র রয়েছে, তার সাহায্যে খুব সহজেই চীনকে ঘায়েল করা যাবে বলে জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র ধনওয়া।

বৃহস্পতিবার হালওয়াড়া এয়ারফোর্স স্টেশনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও উপস্থিত ছিলেন।

এয়ার মার্শাল বীরেন্দ্র ধনওয়া বলেন, দেশের নিরাপত্তার জন্য যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি ভারতীয় বিমান বাহিনী।

গত বছর এয়ার মার্শাল বলেছিলেন, কম সময়ের নোটিশে যাতে যুদ্ধ করছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনী।
ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই যুদ্ধের জন্য ৩১টি স্কোয়াড্রন কিনেছে। আরও স্কোয়াড্রন কেনার আশা রয়েছে। কারণ বিমান বাহিনীর জন্য ৪২টি স্কোয়াড্রন অনুমোদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘মরা গাঙ্গে জোয়ার আর আসে না’
পরবর্তী নিবন্ধশুক্রবার রাতে মুখোমুখি হবে ব্রাজিল-অার্জেন্টিনা