জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সাঁওতালদের ঘরে হামলা-ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে সাহেবগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য হরি শংকর, রংপুর আদিবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাহেবগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও সাংগঠনিক সম্পাদক সুফল হেমরম, রিনা মার্ডি, অলিভিয়া হেমরম। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ ও গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবির সভাপতি তাজুল ইসলাম, গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য প্রতিভা সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাঁওতালদের ঘরে আগুন লাগানোর ঘটনায় চিহ্নিত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত অন্যদেরও চিহ্নিত করতে হবে। সাঁওতালদের পক্ষে মামলা দায়েরের সাড়ে তিন মাস পেরিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনার ইন্ধনদাতাসহ কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তারা তিনজন সাঁওতালকে হত্যার বিচার ও তাদের বাপ-দাদার জমি ফেরত এবং পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে সাঁওতাল নেতারা বলেন, এই ঘটনার সঙ্গে এমপি, ইউপি চেয়ারম্যান, যত বড় প্রভাবশালী জড়িত থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করতে হবে। তারা বলেন, অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।