চিনি আমদানিতে ১০% শুল্ক ছাড় বহাল থাকছে

নিজস্ব প্রতিবেদক:

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে রোজায় চিনির বাজার সহনীয় রাখতে আমদানিতে শুল্ক ছাড় ১০ শতাংশ বহাল রেখেছে সরকার।

দেশের চিনি শিল্পের সুরক্ষায় সাধারণ সময়ে আমদানিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়।

কিন্তু গত অক্টোবর মাসে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ড সেই শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছিল।

তখন প্রজ্ঞাপনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুল্ক ছাড়ের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে ১০ শতাংশ শুল্ক ছাড় আগামী ১৫ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত সম্প্রতি জানিয়েছে এনবিআর।

রোজায় চিনির ব্যবহার বরাবরই বাড়ে। রোজা শুরুর এক মাস আগেই এখন চিনির দর কেজিতে ৮০ টাকা ছাড়িয়েছে, যা মাসখানেক আগেও ৭০ টাকা ছিল।

চিনিতে শুল্ক ছাড় বহাল রাখার বিষয়ে এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক বলেন, “দেশে চিনির মূল্য স্থিতিশীল রাখার জন্য আমরা আরডিসহ (নিয়ন্ত্রণমূলক শুল্ক) আরও কিছু শুল্ক কমানোর সিদ্ধান্ত কয়েক মাস আগে নিয়েছিলাম। ওই সিদ্ধান্ত গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর ছিল।

“কিন্তু আগামী মাস থেকে শুরু হওয়া রমজানে চিনির দাম স্থিতিশীল রাখতে আমরা আগের সিদ্ধান্ত আবারও কার্যকর করেছি। নতুন সিদ্ধান্ত ১ মার্চ থেকে কার্যকর হবে।”

পূর্ববর্তী নিবন্ধফুটপাতটা যেন মানুষের হাঁটার যোগ্য থাকে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধফারাক্কার শ্রোতের কারণে নদীতে ভাঙন: প্রতিমন্ত্রী