পপুলার২৪নিউজ ডেস্ক:
চিত্রজগত এ্যাওয়ার্ড পেলেন জন তারকা দেশের ঐতিহ্যবাহী বিনোদন ‘সাপ্তাহিক চিত্রজগত’-এর ৩২ বছর পূর্তিউপলক্ষে গতকাল ২৯ জুলাই সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জমকালো অনুষ্ঠানেরআয়োজন করে সাপ্তাহিক চিত্রজগত পরিবার। সুস্থ বিনোদন সুন্দর সমাজ গঠনের সহায়ক শীর্ষক আলোচনার পাশাপাশি প্রদান করাহয় ‘চিত্রজগত এ্যাওয়ার্ড ২০১৯’। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এম.পি। বিশেষ অতিথি ছিলেন সাবেকরেলপথ মন্ত্রী মো. মজিবুল হক এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশল মো. আবদুস সবুর।বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ড. মো. কুতুব উদ্দীন চৌধুরী এবং পাওয়ার সেল (বিদ্যুৎ বিভাগ)-এর মহাপরিচালকপ্রকৌশলী মোহাম্মদ হোসাইন। সাপ্তাহিক চিত্রজগত-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে আসরে আরোউপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ, সঙ্গীত ও নৃত্যাঙ্গনের বিভিন্ন প্রজন্মের তারকাশিল্পী ও সাংস্কৃতিক বিশিষ্টজনেরা।চিত্রজগত জুরিদের চূড়ান্ত মূল্যায়নে এবার সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করা হয় চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা অধরা খান ও মিষ্টি মারিয়া। টিভি মিডিয়ার সেরা অভিনেত্রী হিসেবে ‘চিত্রজগত এ্যাওয়ার্ড’ পান ঊর্মিলা শ্রাবন্তি কর।সঙ্গীতে তানজিনা রুমা, শাওন চৌধুরী (গজলশিল্পী), শহিদুল্লাহ ফরায়েজী (গীতিকবি), রুবিয়া মল্লিকা, উপস্থাপনায় আনজাম মাসুদ, আনিসুজ্জামান আনিস (ফ্যাশন ডিজাইন), কানিজ ফাতেমা রিপা (রন্ধনশিল্প) নৃত্যে উপ্তি, শিশু নৃত্যশিল্পী তাবাসসুম ইতি। এবং প্রবীণ সেবা ও পিতা-মাতার ভরণ পোষণ আইন ও অধিকার বাস্তবায়ন গণসচেতনার কাজ করার জন্য জন্য বিশেষ সম্মাননা গ্রহন করেন সভ্যতা গণমাধ্যমের চেয়ারম্যান সাংবাদিক রেজওয়ানা হোসেন সুমী ও সভ্যতার সিইও আলাকচিত্রী শাকিল হোসেন।
আয়োজনে সার্বিক সহায়তা করেছে সাউথ ঢাকা প্রেপাইটিজ এন্ড হািউজিং লিঃ।