চাল রফতানি বন্ধের সিদ্ধান্ত ভারতের

পপুলার২৪নিউজ ডেস্ক :
চাল রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা চালু হয়ে বহাল থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

ভারতের কেন্দ্রীয় সরকারের এ সংক্রান্ত একটি নির্দেশনা মঙ্গলবার ভারতের পেট্রাপোল কাস্টমসে এসে পৌঁছেছে।

বন্যার কারণে বোরো আমনের ক্ষতির ফলে বাংলাদেশ সরকার ভারতসহ আশপাশের দেশ থেকে ব্যাপক হারে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। আমদানির শুল্কহার ২৮ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ করা হয়, যাতে বেসরকারি খাতে চাল আমদানি বৃদ্ধি পায়। এমন একটি পর্যায়ে ভারতের এ সিদ্ধান্তে চাল আমদানিকারকদের মাথায় হাত।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে ম্যানহোলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ার ব্যাপারে অতি ক্ষুদ্র পদক্ষেপ নেওয়া হয়েছে : ট্রাম্প