স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভাররেটের কারণে শাস্তির মুখে পড়েছে পাকিস্তান দল। হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি জেফ ক্রো আইসিসির আচরণবিধির ২.২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি প্রদান করেন, যা ওভাররেট লঙ্ঘনের বিষয়ে প্রযোজ্য। নিয়ম অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি কম ওভারের জন্য খেলোয়াড়দের ৫ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে, নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে পাকিস্তান দুই ওভার কম করায় একই শাস্তির সম্মুখীন হয়েছিল। ওই ম্যাচে তারা ৭৩ রানে পরাজিত হয়। দ্বিতীয় ওয়ানডেতেও ৮৪ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে একই কারণে জরিমানা গুনতে হয়েছিল পাকিস্তানকে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ম্যাচে এবং শেষ চারটি পূর্ণাঙ্গ ওয়ানডের মধ্যে তিনটিতেই পাকিস্তানকে স্লো ওভাররেটের জন্য শাস্তি পেতে হলো।