চার ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ৩২১

স্পোর্টস ডেস্ক

শুরুতেই তানজিদ তামিম এবং লিটন দাস যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন, তাতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের খুব বাজে অবস্থা হতে যাচ্ছে, এমনটাই ধরে নিয়েছিলো সবাই; কিন্তু সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজ সেই ধারণা বদলে দিলেন। অসাধারণ এক জুটি গড়ে বাংলাদেশকে বড় স্কোরের পথেই নিয়ে যান তারা। এরপর তাদের দেখানো পথ অনুসরণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক।

চারটি বড় ফিফটির ওপর ভর করে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম দুই ম্যাচ হারের কারণে সিরিজের এই শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। বাংলাদেশ দলের বোলাররা কী পারবেন, ৩২১ রানের পুঁজিকে ধারণ করে দেশকে জয় উপহার দিতে?

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধবড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধ৩২১ রান করেও হারলো বাংলাদেশ