চার পেসার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড।

শুক্রবার কার্ডিফে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ম্যাচটি শুরু হচ্ছে।

এদিন টসে জয়লাভ করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

এদিকে আজকের ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিতে খেলতে হলে অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে হবে। অন্যদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের। ইংলিশদের কাছে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশ সেমিতে খেলতে পারবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ সাড়ে ৪টায়
পরবর্তী নিবন্ধসরকার গঠনে রানির কাছে অনুমতি চাইবেন থেরেসা মে