চার নারীর বিষয়ে পরবর্তী আদেশ ২৬ জানুয়ারি

18কারাগারে থাকা চার নারীর মামলার শুনানি ও পরবর্তী আদেশের জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিচারপতি ওয়াদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ শুনানি নিয়ে এ দিন ধার্য করেন। এই চার নারী হলেন সুমি আক্তার রেশমা, শাহানাজ বেগম, রাজিয়া সুলতানা, রাণী ওরফে নুপুর। সোমবার আদালত এই চার নারীর মামলার নথি দেখে ও আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলা ও কারাবন্দীর বিষয়ে অবগত হন।

আদালত শুনানি ও কথা বলে জানতে পারেন মামলায় একেক জনের সাক্ষগ্রহণ হয়েছে।   তাই এ বিষয়টির বিচারিক দিকসহ মামলার নথি পর্যালোচনা করে আগামী ২৬ জানুয়ারি শুনানি ও পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। গাজীপুরের কাশিমপুর কারাগারের পার্ট-৩ তে বন্দী ওই চার নারীকে সোমবার হাইকোর্টে নিয়ে আসে গাজীপুর জেলা পুলিশ। ৭ বছর ধরে কারাবন্দী থাকা চার নারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে এর আগে রুল জারি করেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত বছরের ৩০ নভেম্বর এই রুল জারি করেন। সেই সঙ্গে আদালত আগামী ১৬ জানুয়ারি এই চার নারী বন্দীকে হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন। ওই চার নারী বিনা বিচারে কারাগারে বন্দী জানিয়ে বিষয়টি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড শাখার পক্ষ থেকে আদালতের নজরে আনেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা। এরপর আদালত রুলসহ আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধহাতীবান্ধায় ট্রাক্টরচাপায় শিশু নিহত
পরবর্তী নিবন্ধসাত খুন : নূর হোসেনসহ ২৬ জনের মৃত্যুদণ্ড