চার জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর।

সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

যে চার জেলায় নতুন মুখ
নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপাররা হলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি, সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি