চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যহত


পপুলার২৪নিউজ প্রতিবেদক: দেশের পুঁজিবাজার আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম। লেনদেন হয়েছে ৮৭০ কোটি ৫৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৬৫ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৯৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের ৩৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে- ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, এক্সিম ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৬২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯৭টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

পূর্ববর্তী নিবন্ধহাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ,তিন সহোদরসহ নিহত ৫
পরবর্তী নিবন্ধসৌদিতে এবার রাজকুমারী আটক