পপুলার২৪নিউজ ডেস্ক:
সাভারের চামড়া শিল্পনগরী প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
এ ছাড়া এ প্রকল্পের জন্য আরও ১ হাজার ৭৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় এ অনুমোদন দেয়া হয়।
একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও ৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সাভারের চামড়া শিল্পনগরীর মেয়াদ চলতি বছরের জুনে শেষ হয়েছে। মঙ্গলবারের সভায় এর মেয়াদ ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ প্রকল্পের জন্য আরও ১ হাজার ৭৮ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, নতুন করে আরও দুটি চামড়া শিল্পনগরী প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে জমির ব্যবস্থা করে দেবে সরকার।
পরিকল্পনামন্ত্রী জানান, সভায় ৪ হাজার ৯৭৯ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পের অর্থায়নের ৪ হাজার ৬৯ কোটি আসবে সরকারি কোষাগার থেকে। আর বিদেশ সহায়তা থেকে আসবে ৮৫৮ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া তহবিলের ৫১ কোটি ১৬ লাখ টাকার জোগান দেবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।