রাজবাড়ী প্রতিনিধি : ঈদের ছুটি শেষে আজ থেকে খুলে গেছে সব অফিস-আদালত। তবে যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। যাত্রী নেই দৌলতদিয়া বাস টার্মিনাল ও লঞ্চঘাটেও।
সোমবার সকাল থেকে দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাটগুলোতে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে ফেরিগুলোকে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো সরাসরি এসে ফেরিতে উঠছে। এখন যানবাহনের অপেক্ষায় থাকছে ফেরিগুলো।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। ঈদের তৃতীয় দিনেও যানবাহন বা যাত্রী কোনোটিরই চাপ নেই। তবে আগামীকাল থেকে চাপ বাড়তে পারে।
এছাড়া নদীতে তীব্র স্রোত থাকার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে না। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারছে মানুষ।