চাকরিতে নিয়োগসহ মেডিকেল টেকনোলজিস্টদের ৫ দাবি

পপুলার২৪নিউজ প্রতিবেদক

স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মেডিকেল টেকনোলজিস্টদের দাবিগুলোর মধ্যে রয়েছে- মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি করা, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের আলোকে আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করা।

স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ সংশোধন ও মেডিকেল টেকনোলজিস্টদের উন্নতিকরণ ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন করা। মেডিকেল টেকনোলজিস্ট দশম গ্রেডে উন্নতি করা ও কোর্স চার বছর বহাল রাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সিরাজুল ইসলাম, শেখ সাদী, রিপন সরকার পল্লব, শাকিল উদ্দিন, আব্দুল জলিল, আওয়াফ সিদ্দিকী, ওবায়দুর রহমান মাসুম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুন্নির বদনামের ভার এবার নিজের কাঁধে নিলেন সালমান!
পরবর্তী নিবন্ধএকমাস রোজা রাখলে আপনার শরীরে যা ঘটে