চাঁপাইনবাবগঞ্জ কনিকা হত্যা মামলায় ১ জনের ফাঁসির রায়

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রী কনিকা রানী ঘোষকে কুপিয়ে হত্যার মামলায় আসামি আব্দুল মালেকের ফাঁসির রায় দিয়েছে আদালত। ঘটনার আট মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এ রায়ে আরেকটি ধারায় আসামিকে আরও ২৩ বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
চাঁপাইনবাবগঞ্জ শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে বুধবার এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ২০১৬ সালের ২৭ মে সকালে ধাইনগর গ্রামের লক্ষ্মণ ঘোষের মেয়ে কনিকা রানীসহ চার স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথে মহিপুর এলাকায় আব্দুল মালেক (২৮) তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কনিকা রানীকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ২৭ ফেব্রুয়ারি খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সফর বাতিল করল কানাডা!