চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ১৬ জুন

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে। এবার পবিত্র হজ পালন করা হবে ১৫ জুন।

চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় (সৌদি সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) দেশটির রয়েল কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের রয়েল কোর্ট জানায়, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী শুক্রবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে শুক্রবার। ওইদিন ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ
পরবর্তী নিবন্ধনাটকীয় সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র