চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক : চাঁদপুরে বৃদ্ধ বাবার গায়ে হাত। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় সেই বাবা-মায়ের বসতঘর। এ সময় এলাকাবাসী এমন ন্যক্কারজনক ঘটনা পুলিশ ও প্রশাসনের নজরে দেয়। তারপরই পাল্টে যায় দৃশ্যপট।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও থানা পুলিশ। ছবি: সময় সংবাদ

রোববার (২৫ ফেব্রুয়ারি) চাঁদপুর সদরের সোবহানপুর এলাকায় বৃদ্ধ বাবাকে মারধরের এমন অভিযোগে ছেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত জানান, ফারুক পাটোয়ারী নামে এক যুবক তার বৃদ্ধ বাবা বশিরউল্লাহ পাটোয়ারীকে বেধড়ক মারধর এবং বসতঘর থেকে বের করে দেয়। এমন ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশ ও প্রশাসনের নজরে দেয়। এমন তথ্য পেয়ে সদর মডেল থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন ইউএনও। একপর্যায়ে হাতেনাতে আটক করেন অভিযুক্ত ফারুক পাটোয়ারীকে। এ সময় নিজেই অপরাধ স্বীকার করেন ফারুক।

এমন পরিস্থিতিতে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় অভিযুক্ত ফারুক পাটোয়ারীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ বইমেলা শুরু দুপুর ১২টায়
পরবর্তী নিবন্ধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮