চসিক মেয়রকে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কয়েক শত বাসিন্দার স্মারকলিপি প্রদান

রাজু চৌধুরী- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীনের সাথে গত ১২ মে রোববার দুপুরে চসিক কনফারেন্স হলে সাক্ষাৎ করলেন নগরীর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কয়েক শত বাসিন্দা এবং তারা সিটি মেয়রের নিকট স্মারকলিপি প্রদান করেন। এই স্মারকলিপিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ফিরিঙ্গী বাজারস্থ বংশাল রোড হতে টেকপাড়ার শেষ প্রান্ত পর্যন্ত টেকপাড়া খাল খনন ও খালের পাড় সম্প্রসারণ প্রকল্পের কাজের ধরণ পুণঃ বিবেচনার কথা উল্লেখ রয়েছে। স্মারকলিপিতে তারা জলবদ্ধতা নিরসনে গৃহিত প্রকল্পের কথা উল্লেখ করে বলেন জলাবদ্ধতা প্রকল্পের আওতায় ফিরিঙ্গী বাজারস্থ মহিম দাশ রোড চুড়িয়াল টুলী লেইন হতে শুরু হয়ে বংশাল রোড, নোয়াপাড়া ১,২,৩ নং গলির দক্ষিণ পার্শ্বে এবং টেকপাড়ার পূর্ব পার্শ্বে বান্ডেল খাল প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে । যা খনন ও নালা সম্প্রসারণের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রসংগে স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন, উক্ত খাল পাড়ের ইটের দেওয়ালযুক্ত খালের সীমানা দেওয়াল রয়েছে। সীমানা দেওয়াল বাইরে দরিদ্র ও নিম্নধ্যবিত্ত প্রায় ৩০/৪০ হাজার মানুষ যুগ যুগ ধরে বসবাস করে আসছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত খাল খননের মাধ্যমে উন্নয়ন প্রকল্প হাতে নিলে অত্র এলাকায় বসবাসরত বাসিন্দাদের আতংকিত করে তুলছে। অত্র এলাকায় উক্ত খাল পাড়ের অধিকাংশ বাসিন্দা জেলে সম্প্রদায়ের লোক ও হতদরিদ্র। তারা খাল পাড়ের অল্প জায়গায় ঘর করে বসবাস করে আসছে। এই মুর্হূতে খাল সম্প্রসারণের কারণে তাদের উচ্ছেদ করলে তারা তাদের পূর্ব পুরুষদের নিকট হতে উত্তরাধিকারী সূত্রে পাওয়া ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে এবং নিজেদের ভিটে মাটি হারিয়ে উদ্বাস্ত হবার ভয়ে ভীত সন্ত্রাস্থ হয়ে পড়েছে। বলাবহুল্য উক্ত খালটির প্রায় ৬০০ মিটার পর্যন্ত যথেষ্ট প্রশস্থ এবং তাতে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
সিটি মেয়র তাদের বক্তব্য শুনে বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রাম-গঞ্জের মানুষের প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বদা আন্তরিক। মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। জনসাধারণকে উচ্ছেদ নয়- পূর্ণবাসনই এ সরকারে মূল লক্ষ্য। তাই ক্ষতিগ্রস্থদের পুর্ণবাসন না করে,উচ্ছেদের মত গহিত কাজ এ সরকার করবে বলে তিনি মনে করেন না। সিটি মেয়র তাদেরকে আশ্বস্থ করে বলেন আপনাদের দাবী -দাওয়া সমুহ যথাযর্থ কর্তৃপক্ষ-এর সাথে আলোচনা করা হবে এবং তা আশু সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবেতন আদায়ে আন্দোলন করছে রাষ্ট্রায়াত্ব পাটকল আমিন জুট মিলের শ্রমিকরা
পরবর্তী নিবন্ধউন্নয়ন থেকে বঞ্চিত সুনামগঞ্জের সম্ভাবনাময় পর্যটন এলাকা