চসিক নির্বাচনে বিএনপির আলোচনায় যারা

মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন
আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের মেয়র প্রার্থীর
নাম ঘোষণা করলেও এখন পর্যন্ত নিজেদের প্রার্থী ঠিক করতে পারেনি দেশের অন্যতম প্রধান
রাজনৈতিক দল বিএনপি। তবে দলের বিভিন্ন
পর্যায়ের অন্তত পাঁচ নেতার নাম সম্ভাব্য প্রার্থী
হিসেবে আলোচনায় আসছে।
গত সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে দলটি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  মাহবুব রহমান শামীম  জানান, সোমবার বিকেল থেকে ঢাকায় দলের প্রধান কার্যালয়ে চসিক নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে আগ্রহীদের জমা দেওয়া ফরম যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ ইভিএমের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে চসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নাম আলোচনায় আসছিল। দলীয় ফোরামে ও বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থানও জানান দিয়ে এসেছেন তারা। সাম্প্রতিক সময়ে উল্লিখিত দুই নেতার পাশাপাশি আরও তিনজনের নাম দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। এরা হলেন সাবেক মেয়র মীর মো. নাছির উদ্দিনের ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, মহানগর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খান এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ। ইতিমধ্যে দলের নীতিনির্ধারণী মহলের কাছে নিজেদের প্রার্থিতার আগ্রহের কথা জানিয়েছেন তারা। দলের এই পাঁচ নেতাই ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেতে নানাভাবে চেষ্টা চালাচ্ছেন এবং পাঁচজনই নির্দিষ্ট সময়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানাগেছে।
পূর্ববর্তী নিবন্ধএকনেকে ১৩৬৩৯ কোটি টাকায় ৯ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই: আইইডিসিআর