চলে গেলেন বাসবী নন্দী

দুই দশক আগেই নিজেকে আড়াল করে ফেলেছিলেন। খুব কাছের দু-একজন ছাড়া দেখাও করতেন না কারো সঙ্গে। এই নির্বাসন থেকে এবার চলে গেলেন আরো বড় ‘নির্বাসনে’। ১৯৬০ আর ৭০-এর দশকের সাড়া-জাগানো অভিনেত্রী বাসবী নন্দী মারা গেছেন ২২ জুলাই। ৭৯ বছর বয়সে হৃদরোগে মৃত্যু হয় অভিনেত্রীর। শেষকৃত্য হয়েছে ২৩ জুলাই। অনেক দিন আড়ালে ছিলেন বলে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেও সময় লেগেছে। ষাটের দশকে রঙ্গমঞ্চ থেকে যাঁরা সিনেমায় এসেছিলেন, বাসবী ছিলেন তাঁদের অন্যতম। যদিও অভিনয় নয়, তাঁর প্রথম ভালোবাসা ছিল গান। পিতৃবন্ধু শচীন দেব বর্মনের প্রশ্রয়ে গাওয়া শুরু। গেয়েছেন আকাশবাণীতেও। প্রথম অভিনয় ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এ। তবে মানুষের মনে দাগ কেটেছেন উত্তম কুমারের ‘বনপলাশীর পদাবলী’ দিয়ে। এ দুই ছবি ছাড়াও তাঁকে দেখা গেছে ‘বাঘিনী’, ‘রাতের কুহেলি’, ‘আমি সে ও সখা’ ইত্যাদি ছবিতে। মঞ্চে তাঁর করা বিখ্যাত নাটক ‘কারাগার’, ‘সেইম-সাইড’, ‘শ্রীমতী ভয়ংকরী’ ইত্যাদি।

পূর্ববর্তী নিবন্ধ‘পূর্বাভাস’ দিয়ে হাসপাতালে লস অ্যাঞ্জেলেস
পরবর্তী নিবন্ধভারতীয় এই বংশোদ্ভূত কন্যাই আমেরিকার জনপ্রিয় পর্নস্টার