চলে গেলেন অভিনেতা আবদুর রাতিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।

আবদুর রাতিনের ভাই অঞ্জন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রাতিনের।

তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘দেবদাস’, ‘হারানো সুর’, ‘শুকতারা’, ‘জবাব চাই’, ‘স্নেহের প্রতিদান’, ‘চোরের বউ’, ‘মহান বন্ধু’, ‘লালু সর্দার’, ‘স্বার্থপর’ প্রভৃতি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত
পরবর্তী নিবন্ধঅভিনেত্রী বিদিশার ঝুলন্ত লাশ উদ্ধার