চলন্ত বাসে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, ড্রাইভার – হেলপার বিরুদ্ধে মামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিলেট থেকে দিরাইগামী বাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় ড্রাইভার ও হেলপারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন তরুণীর বাবা। তবে রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গাড়ির ভেতরে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী।

এদিকে, গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান রোববার সকাল সাড়ে ৯টায় জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চালক ও তার সহকারীকে (হেলপার) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

পূর্ববর্তী নিবন্ধঅন্তরঙ্গ ছবি প্রকাশের হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধ‘টিকটক স্টার’ বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ