চলতি মাসেই তাঁর (স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল) মিয়ানমার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সফরে আলোচনার প্রধান এজেন্ডা হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি। রবিবার চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল। ২৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে। এখন সফরে আলোচনার প্রধান বিষয় হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া। এজেন্ডা ঠিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজ করছেন। চলতি মাসেই সফরের সম্ভাবনা রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা রেজিস্ট্রেশন না করলে তারা বেশি-বেদেশি কোনো ধরনের সহযোগিতা পাবে না। আমাদের দেশের প্রচলিত আইন মেনে তাদের চলতে হবে। এই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।