পপুলার২৪নিউজ ডেস্ক :
চলতি বছর বিশ্বজুড়ে ৬৫ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনই পেশাদার সাংবাদিক।
মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার।
এ বছর সাংবাদিক হত্যার যে পরিসংখ্যান পাওয়া গেছে তা গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে সংস্থাটি।
আগের চেয়ে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ কাজ ও এলাকা এড়িয়ে চলছেন বলে এ বছর মৃত্যুর হার কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
পেশাগত দায়িত্ব পালনকালে চলতি বছর বাংলাদেশেও সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আবদুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হন।
এ ছাড়া অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ পূর্বপশ্চিমডটকমের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের আজও খোঁজ পাওয়া যায়নি। সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার ফিরে আসার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।