পপুলার২৪নিউজ ডেস্ক:
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
২০১৬ অর্থবছরের জুনে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ। চলতি বছর এই প্রবৃদ্ধি কমার পেছনে রেমিট্যান্স প্রবৃদ্ধি কমে যাওয়া ও রফতানি কমে যাওয়াকে উল্লেখ করেছে এডিবি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে এসব তথ্য ওঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, এবার মূল্যস্ফীতি হবে ৬ দশমিক ১ শতাংশ, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
একই সঙ্গে ২০১৮ সালের প্রবৃদ্ধিও ৬ দশমিক ৯ শতাংশ হবে পূর্বাভাস দিয়েছে এডিবি।