বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা এম এ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। গতকাল (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (৮ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে ঘুমের মধ্যে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তিনি ‘সিটি রংবাজ’ সিনেমার মাধ্যমে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।