চলচ্চিত্র উৎসবে বাংলায় ভাষণ দিলেন বলিউডের শাহেনশা

পপুলার২৪নিউজ,রাজু আনোয়ার:

আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন উপলক্ষে তারার হাট বসেছে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে । প্রদীপ জ্বালিয়ে জমকালো এ উৎসবের উদ্বোধন করেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।একই সময় তাঁর সঙ্গে ছিলেন বলিউডের কিং খান,জয়া বচ্চন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ওয়াহিদা রেহমান, মহেশ ভাট, নন্দিতা দাস।
মুখার্জিবাংলা চলচ্চিত্রের শতবর্ষকে সামনে রেখে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গতকাল সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে আরো দেখা গেছে মাধবী মুখোপাধ্যায়,প্রসেনজিৎ চট্রোপাধ্যায়,গৌতম ঘোষ,ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, মিমি, নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, কোয়েল মল্লিকের মত অভিনেতা অভিনেত্রীদেরও। উৎসবে আরও যোগ দিয়েছেন ইরানি পরিচালক মাজিদ মাজিদি, সাইমন বেকারের মতো প্রথিতযশা নির্দেশক।
উৎসবে বাংলায় ভাষণ শুরু করে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন বলেন, কলকাতা আমার প্রিয় শহর। আমার প্রথম জীবনের চাকরি এই কলকাতা শহরে। তাই কীভাবে ভুলি কলকাতাকে। আমি মমতাজিকে গত বছরও বলেছিলাম, আর ডাকবেন না আমাকে। কিন্তু শোনেননি তিনি। সোজা বলে দিয়েছেন, এবারও আসতে হবে। তাই আসতে বাধ্য হলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে অমিতাভ বচ্চন ভাষণের একপর্যায়ে ‘সোনার বাংলা’ কবিতাটি আবৃত্তি করেন।
তিনি বলেন,একটি ছবির সাফল্যের সঙ্গে জড়িয়ে থাকেন ওই ছবির কলাকুশলীরা। তাঁদের অবদানকে আমাদের স্বীকৃতি দিতে হবে। বুঝতে হবে তাঁদের ছাড়া ছবি নির্মাণ করা যায় না।
বিগ বি অমিতাভ বচ্চন পরপর পাঁচ বছর কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন।
অনুষ্ঠানে শাহরুখ খান বলেন,কলকাতা আমার ভালো লাগার শহর। ভালোবাসার শহর। ২৭ বছর ধরে চলচ্চিত্রে আছি। ৭০টি ছবি করেছি। আমি খুব ইন্টেলিজেন্ট নই। স্মার্ট নই। আগামী ১০ বছরে এই উৎসবে আমার একটি ছবি যেন আসতে পারে, সেই চেষ্টা করব।
বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন,এটা আমাদের এক গৌরবের উৎসব।এই উৎসবের মধ্য দিয়ে খুলে যাবে এক নতুন জানালা, যেখানে দেখা যাবে বিভিন্ন চলচ্চিত্র।
উৎসবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,আমরা এবার উৎসবের উদ্বোধনী ছবি করেছি মহানায়ক উত্তম কুমার ও তনুজা অভিনীত “অ্যান্টনি ফিরিঙ্গি”।
তিনি বলেন,বাংলা ছবি নির্মাণে কলকাতা এখন অনেক এগিয়েছে। ২০১৯ সালে এই উৎসব ২৫ বছরে পা দেবে। ওই উৎসবে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানকে থাকতে হবে। তাঁদের ছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫ বছর পূর্তি উৎসব হতে পারে না।
এসময় ‘জয় বাংলা, জয় সিনেমা’ বলে ভাষণ শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বছর বাংলা চলচ্চিত্রের শতবর্ষকে ঘিরে এই উৎসবে পেয়েছে নতুন মাত্রা। এই উৎসবে দেখানো হবে ১৪টি কালজয়ী বাংলা ছবিও। এবার উৎসবের ট্যাগ লাইন ‘কার্নিভ্যাল অব ওয়ার্ল্ড’। উৎসবে ৭০টি দেশের ১৭১টি পূর্ণদৈর্ঘ্য ছবি আর ১৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবির প্রদর্শনী হবে। এসব ছবি দেখানো হবে কলকাতার ১৬টি প্রেক্ষাগৃহে। উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। উৎসবকে ঘিরে জলসাঘর বিভাগে এবার ১০০টি কালজয়ী বাংলা গানের প্রদর্শনী হবে।’

চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা প্রসেনজিৎ বলেন, বাংলা ছবিকে বিশ্ব আঙিনায় পৌঁছে দেওয়ার জন্য এ বছর উৎসবের মূল লক্ষ্য স্থির করা হয়েছে। উৎসবকে ঘিরে জলসাঘর বিভাগে এবার ১০০টি কালজয়ী বাংলা গানের প্রদর্শনী হবে।
এবার উৎসবে সেরা বিদেশি ছবির পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫১ লাখ রুপি আর শ্রেষ্ঠ পরিচালককে ২১ লাখ রুপি। সঙ্গে থাকবে রয়েল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি। সেরা ভারতীয় ছবিকে দেওয়া হবে ‘হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। শ্রেষ্ঠ নির্দেশককে দেওয়া হবে সাত লাখ রুপি আর শ্রেষ্ঠ ছবিকে দেওয়া হবে পাঁচ লাখ রুপি, সঙ্গে হীরালাল মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এ ছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ছবিকে পাঁচ লাখ রুপি এবং শ্রেষ্ঠ তথ্যচিত্রকে দেওয়া হবে তিন লাখ রুপির নগদ পুরস্কার ও স্মারক। থাকছে এশিয়ার শ্রেষ্ঠ ছবির জন্য নেটপ্যাক পুরস্কার, স্মারক ও অর্থ।
এবার এই উৎসবে পালিত হচ্ছে ‘বাংলা সিনেমার শতবর্ষ’। তাই বাংলা সিনেমার জনক হিসেবে পরিচিত হীরালাল সেনের চলচ্চিত্রে অবদান ও তাঁর জীবনভিত্তিক ছবিটিও প্রদর্শিত হবে উৎসবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধচালু হলো ওয়ালটন ই-প্লাজা অনলাইন সেলস প্রোমোশন
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আরএমজি ফাইনান্সিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত