মেয়েকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। ঘটনার পর প্রমাণ নিশ্চিহ্ন করার অভিযোগে ১৩ বছরের ওই কিশোরীর মাকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম চিন্না নরসিমহা এবং লিঙ্গাম্মা নরসিমহা। মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ করত ওই ব্যক্তি। পাশাপাশি মেয়ে গানকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাওয়ায় চিন্না তার উপর ক্ষুব্ধ ছিল। তেলাঙ্গানার নালগোন্ডা জেলায় ঘটনাটি ঘটেছে।
গত ১৫ সেপ্টেম্বর নালগোন্ডার চিন্তাপল্লি মণ্ডলের তিরেদু গ্রামে ঘটনাটি ঘটে। জানা গেছে, ওইদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর বাড়ির দরজা বন্ধ দেখে স্কুলব্যাগ বাইরে রেখে কাকার বাড়ি চলে যায় কিশোরী। ইতিমধ্যে চিন্না এবং তার স্ত্রী লিঙ্গাম্মা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা দেখে, মেয়ে নেই। অথচ তার ব্যাগ বাইরে রাখা রয়েছে।
নরসিমহা তার মেয়ের খোঁজ শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একজনের সঙ্গে মেয়েকে কথা বলতে দেখে নরসিমহা। মেয়েকে বাড়ি নিয়ে এসে ওই ছেলের সম্বন্ধে জানতে চায়। ওই কিশোরীও বিরূপ হয়ে উত্তর দেয়। তাতে ক্ষুব্ধ হয়ে নরসিমহা মেয়ের ঘাড় ধরে দেওয়ালে আঘাত করে। এর ফলে তার মৃত্যু হয়।এরপর মেয়ের মৃতদেহে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। নামপল্লির সার্কেল ইন্সপেক্টর বালা গাঙ্গি রেড্ডি বলেন, ওই সময় প্রতিবেশীরা পুলিশে জানান যে বাড়ি থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে।
এরপর গ্রামের রেভিনিউ অফিসার ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগ জানান। পুলিশি তদন্তে নরসিমহা এবং তার স্ত্রী প্রথমে খুনের অভিযোগ অস্বীকার করে। তারা দাবি করে, মেয়ে আত্মহত্যা করেছে। যদিও সার্কেল ইন্সপেক্টর জানান, পরে তারা খুনের কথা স্বীকার করেছে।