চবি ছাত্রলীগের ‘মূল্যায়ন’ চেয়ে মানববন্ধন

মোহাম্মদ মেহেদী হাসান,চবি প্রতিনিধি :
ছাত্রলীগের  পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেউ পদ না
পাওয়ায় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার চবি ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘ছাত্রলীগে এত বৈষম্য কেন?’, ‘আমরা চবি ছাত্রলীগের মূল্যায়ন চাই’, ‘তৃণমূল
ছাত্রলীগের মূল্যায়ন চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়
মানববন্ধনকারীদের হাতে।
দায়বদ্ধতার জায়গা থেকে চবি ছাত্রলীগের নেতা-নেত্রীদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন
চেয়ে আজকের মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে তৃণমূল কর্মীরা জানিয়েছেন।
এতে উপস্থিত ছিলেন- চবি ছাত্রলীগ কর্মী আমজাদ, শহীদ, সাদাফ, মুহিত, সবুজ,
ম্যাক্স, সাকিব, সাইদ, বকতিয়ার, মান্না, রিদোয়ান, সুচি, রিদয় সাহা, খালেদ,
রুদ্র, আরিফ, ফয়সাল প্রমুখ।
প্রসঙ্গত ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সম্মেলন হয়েছিল এক
বছর আগে। গত ১৩ মে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই ঢাকায় অসন্তোষ শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১
পরবর্তী নিবন্ধকুমিরায় আসামী ধরা নিয়ে জেলেদের সাথে পুলিশের সংঘর্ষ :নিহত ১