বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আগামী ১৮ অক্টোবর শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
অন্তত এক ডোজ টিকা নেওয়ার এবং বৈধ পরিচয়পত্র দেখানোর শর্তে ১৮ অক্টোবর থেকে হলগুলোতে উঠতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার দিন মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রভোস্ট কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “অন্তত এক ডোজ টিকা নেওয়া বৈধ আবাসিক শিক্ষার্থীরা আগামী ১৮ অক্টোবর থেকে হলে উঠতে পারবে।”
হলগুলোতে আগের মতো ঠাসাঠাসি করে থাকা এবং গণরুম কিংবা অবৈধভাবে কেউ থাকবে কি না- জানতে চাইলে প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, “ঊধ্বর্তন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে হলগুলোকে স্বাস্থ্যসম্মত করা হচ্ছে।
“সিট হোল্ডাররা তো হলে আসবেই। যারা টিকা নেয়নি, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় সে অনুসারেই কাজ করা হবে। আর আমাদের হলে গণরুম নেই