চবিতে ৩৫ দিনের ছুটি ঘোষণা

মেহেদী হাসান,চবি,প্রতিনিধি :
বর্ষাকালীন ছুটি, পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১২ মে (রবিবার) থেকে ১৩ জুন
(বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে শুক্রবার ও শনিবার দুই দিন
সাপ্তাহিক বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় খুলবে ৩৫ দিন পর ১৬ জুন (রবিবার)।
অন্যদিকে এদিকে বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে এবং শাটল
ট্রেন বন্ধের শিডিউলে চলবে।

রবিবার (৫ মে) সন্ধ্যায় বন্ধের বিষয়টি  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের
একাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এস. এম. আকবর হোছাইন।

তিনি বলেন, বর্ষাকালীন ছুটি, পবিত্র রমজান, শব-ই-ক্বদর,  পবিত্র ঈদুল ফিতরের
উপলক্ষে  বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী আগামী ১২ মে (রবিবার ) থেকে ১৩ জুন
(বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। ক্লাস বন্ধ থাকলে প্রশাসনিক
কার্যক্রম আরো কিছুদিন চলবে। তবে রমজানে ক্লাস (৭-৯ মে) ও প্রশাসনিক কার্যক্রম
চলবে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। এর মধ্যে সোয়া ১ টা থেকে দেড়টা
পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

এদিকে বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। এছাড়া শাটল
ট্রেন বন্ধের শিডিউলে (শুক্রবার ও শনিবার) চলবে।

এবিষয়ে প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী  বলেন, বরাবরের মত বন্ধের সময় আবাসিক
হলসমূহ খোলা থাকবে। এছাড়া শাটল ট্রেন বন্ধের দিনের শিডিউল অনুযায়ী চলবে।

প্রসঙ্গত, নির্ধারিত বন্ধ শুরু হওয়ার আগে ১০ ও ১১ মে (শুক্রবার ও  শনিবার)
সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস বন্ধ হচ্ছে দুই দিন আগেই। আবার একইভাবে ১৪ ও
১৫ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয় চালু হবে ১৬ জুন
(রবিবার)। সে হিসেবে সর্বমোট ৩৫ দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধরমজানে গুরুত্বপূর্ণ ১০ করণীয় বিষয়
পরবর্তী নিবন্ধহালদায় ডিম ছাড়ছে মা মাছ