চবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) উদ্যোগে আগামী ১৮ অক্টোবর (শুক্রবার) ও ১৯ অক্টোবর (শনিবার) দুই দিনব্যাপী ডিএনসি-সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ শুরু হচ্ছে।
আজ (১৭অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সংগঠনটি।
সংগঠনটির সভাপতি হিমাদ্রী শেখর নাথ সেখানে জানায়,”মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর” এর সহযোগিতায় ২২শে অক্টোবর  দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী অডিটোরিয়ামে ‘জীবনকে ভালোবাসুন, মাদক হতে দূরে থাকুন’ বিষয়ক একটি সেমিনার ও র‍্যালী আয়োজনও করা  হবে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ থেকে বাংলা বিতর্কে ২৭টি দল ও ইংরেজী বিতর্কে ২৪টি দল অংশগ্রহণ করবে।
লিখিত বক্তব্যে বলা হয়, যুক্তিভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রতিবছর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে আসছে। দুই দিনব্যাপী বাংলা ও ইংরেজী বিতর্কে প্রতিযেগিতায় প্রথমদিন ১৮ অক্টোবর বাংলা বিতর্ক ও ১৯ অক্টোবর ইংরেজী বিতর্ক অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ব্যাবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।
২২শে অক্টোবরে দুপুর একটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আইন অনুষদের ডিন ও সিইউডিএস এর মডারেটর অধ্যাপক এ বি এম আবু নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার,মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ মুজিবুর রহমান পাটোয়ারী,চট্টগ্রাম জেলার উপ-পরিচালক এ কে এম শওকত ইসলাম,চট্টগ্রাম মেট্রোপলিটন সহ পরিচালক শামীম আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে আহ্ববায়ক হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন সুজন,যুগ্ম আহ্বায়ক মরিয়ম জাহান সায়মা,দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল আসাদ।
পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পরিবার কল্যাণ সহকারীদের  প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক ঢাকা নর্থ জোনের ‘আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা’ অনুষ্ঠিত