দোস্ত মোহাম্মদ , চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ বুধবার দুপুর ২টা ৫০ মিনিটের শাটল ট্রেনে তিনি চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন৷ এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াতে কতটা অসুবিধা হয় সেটা আমি দেখেছি। এখানে অনেক সংস্করণের প্রয়োজন। রেললাইন মেরামত করে দেয়া হবে। পুরাতন ট্রেনগুলো মেরামত করে দেয়া হবে। ফ্যান সংযুক্ত করা হবে। এর সাথে নতুন একটি ট্রেন দেয়া হবে। যাতে চেয়ার কোচ, ওয়াই-ফাই, ওয়াশরুম ও অন্যান্য সুবিধা থাকবে। মোট কথায় একটা আধুনিক ট্রেন পাবে শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড.শিরীণ আখতার, রেজিস্ট্রার কেএম নুর আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী, রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, মহাব্যবস্থাপন নাছির আহমেদ, অতিরিক্ত মহাব্যবস্থাপক সর্দার শাহাদাত আলী, প্রধান প্রকৌশলী সুবক্ত গীন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমান, প্রধান ভূসম্পদ কর্মকর্তা ইশরাত রেজা, জেলা পুলিশের হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, রেলওয়ে জিআরপি পুলিশের ওসি মোস্তাফিজুর রহমা ও চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সহ আরো অনেকে ।