দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য কার্যালয়ে উপাচার্যের সাথে বিজয় গ্রুপের মিটিং অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নিজেদের দাবী মেনে নেয়ার শর্তে অবরোধ প্রত্যাহার করে উপপক্ষ বিজয়।
আজ রোববার(১সেপ্টেম্বর) রাত আটটা থেকে উপাচার্য কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতারের সাথে বিজয় গ্রুপের ঘন্টাখানেকের মিটিং অনুষ্ঠিত হয়।
বিজয় গ্রুপের নেতা ও সাবেক সহ-সভাপতি শাহরিয়ার সৌরভ বলেন, গতকালকের ঘটনা অনাকাঙ্ক্ষিত। গতকাল মিটিংয়ের নামে যারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের যথাযথ শাস্তির দাবী জানিয়েছি। উপাচার্য মহোদয় যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।
এব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ছাত্ররা যে যার হলে অবস্থান করবে। হল থেকে বের করে দেয়া ছাত্রদের সাথে অবিচার করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের পরে তাদের অভিযোগগুলো আমরা খতিয়ে দেখব। আলোচনার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে,এজন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।