পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আটটি সোনার বার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। আজ বৃহস্পতিবার সকালে ওমানের রাজধানী মাসকাট থেকে আসা যাত্রী মোহাম্মদ মোর্শেদের দেহ তল্লাশি করে ৯২৮ গ্রাম ওজনের সোনার বারগুলো জব্দ করা হয়। এগুলোর বাজার মূল্য ৪০ লাখ টাকা।
জানতে চাইলে বিমানবন্দরে কর্মরত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, “যাত্রী মোর্শেদ গ্রিন চ্যানেল অতিক্রমের সময় দেহ তল্লাশি করা হয়। এ সময় প্যান্টের ভেতর থেকে আটটি সোনার বার আটক করা হয়। ”
জানা গেছে, ওমানের রাজধানী মাসকাট থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটে আসা যাত্রী মোর্শেদ চট্টগ্রাম নামলে সোনার বারসহ তাকে আটক করা হয়। যাত্রী মোর্শেদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি মাসকাটে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন সেখানে। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস ও শুল্ক গোয়েন্দাদল দায়িত্ব পালন করলেও নিয়মিত সোনার বার আটক করে আসছে শুল্ক গোয়েন্দা দল। অনেকদিন পর চট্টগ্রাম কাস্টমস দল সোনার বার আটক করতে সমর্থ্য হলো।