চট্টগ্রাম বিএনপির দুই শীর্ষ নেতা বহিষ্কার

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
শৃংখলা ভঙ্গ করায় চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল ও উত্তর বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা বিএনপির কোনো সাংগঠনিক কাজে অংশ নিতে পারবেন না।

একই সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে সতর্ক করা হয়েছে।

বুধবার বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।

জানা গেছে, সম্প্রতি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কর্মীসভা পণ্ড হয়।

ওই ঘটনার পরে সোমবার রাতে সিনিয়র নেতা ও চট্টগ্রাম জেলা নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি উপস্থিত নেতাদের কাছে সেখানকার কর্মীসভা পণ্ডের কারণ জানতে চান। ওই বৈঠকে চট্টগ্রামের নেতারা একে অপরকে দায়ী করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

কিন্তু বিএনপি চেয়ারপারসন উপস্থিত নেতাদের ভর্তসনা করেন। দায়ী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেন।

এরপর নীতিনির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। পরে চট্টগ্রামের ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটনের অত্যাধুনিক ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ এখন বাজারে
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ