চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হচ্ছেন আবু সুফিয়ান, ভেঙে দেওয়া  হচ্ছে কমিটি

মুজিব উল্ল্যাহ্ তুষার
ভেঙে দেওয়া হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি। দল পুর্নগঠন করতে
কয়েকদিনের মধ্যে কেন্দ্র থেকে গঠন করে দেওয়া হচ্ছে আহ্বায়ক কমিটি। তিন মাসের
মধ্যে এই আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড থেকে শুরু করে জেলা কমিটি
পর্যন্ত গঠন করবেন। দলীয় সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পুর্নগঠনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘ ৮ বছর ধরে ২ বছর মেয়াদের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির কার্যক্রম চলছে।
এ সময়ে কমিটির অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আবার অনেকে দলীয় কর্মকান্ড পরিচালনার
চেয়ে গ্রুপিংয়ে ব্যস্ত রয়েছেন। কেন্দ্রের চাপে দক্ষিণ জেলা বিএনপি ওই বছরের ৬
ফেব্রুয়ারি ঢাকায় শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করেছিলেন। এর আগেই দলকে শক্তিশালী করতে
উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নিজেদের মধ্যে সমাঝোতা না হওয়ায় ভেস্তে যায় সেই
উদ্যোগ।
এর আগে ২০১৫ সালের ৯ আগস্ট কমিটি পুর্নগঠনের জন্য দক্ষিণের সভাপতি-সাধারণ
সম্পাদকের কাছে চিঠি পাঠিয়েছিলেন বিএনপি’র তৎকালীন যুগ্ম-মহাসচিব মোহাম্মদ
শাহজাহান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দেন দল পুর্নগঠনের। দক্ষিণ জেলা
বিএনপিকে দলকে কীভাবে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা যায় এ ব্যাপারে কেন্দ্রীয়
নেতৃত্ব নতুন আহ্বায়ক কমিটি গঠনে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সময় বেধে দেন। এ সময়ে
আহ্বায়ক কমিটি গঠনে কোমর বেঁধে মাঠে নামেন জেলা নেতৃবৃন্দ। কিন্তু আগস্ট
পেরিয়ে সেপ্টেম্বর মাসও চলে গেলো। কিন্তু শেষ পর্যন্ত সেপ্টেম্বর মাসও আহ্বায়ক
কমিটি গঠন হয়নি।
কেন্দ্রীয় বিএনপির সূত্র জানায়, এবার ৬১ সদস্য  বিশিষ্ট হচ্ছে চট্টগ্রাম
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। ৬১ সদস্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে কমিটি।
একই দিনে বর্তমান কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা হবে। আহ্বায়ক হিসেবে সবচেয়ে
বেশি আলোচনায় রয়েছে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির প্রার্থী
ও নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের নাম। এই ছাড়াও আহ্বায়ক পদ থেকে
ছিটকে পড়েছেন দলের দক্ষিণের বর্তমান সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। তাকে কমিটিতে
রাখা হলে গ্রুপিং হতে পারে মনে করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা বিএনপির
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্বাসের সদস্য সচিবের নাম শুনা গেলেও তিনি
শেষ মুহুর্থে ছিটকে পড়েছেন। এই দিকে সদস্য সচিব হচ্ছেন বোয়ালখালী উপজেলা
বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খান।
দলীয় সূত্র আরো জানায়, নতুন কমিটির আহ্বায়ক যিনি হবেন তিনি পরবর্তী সম্মেলনে
প্রার্থী হতে পারবেন না এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তাই সম্মেলনের মাধ্যমে
যারা নেতৃত্বে আসতে চান তারা আহ্বায়ক হতে অনাগ্রহী। আহ্বায়ক কমিটির মেয়াদ তিন
মাস হলেও তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে গুরুদায়িত্ব। নির্ধারিত সময়ের মধ্যেই
তারা ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার নতুন কমিটি গঠন করে জেলার সম্মেলনের
আয়োজন করতে হবে। এই সময়ের মধ্যে এতগুলো কমিটি গঠন অনেকটা দুঃসাধ্য ব্যাপার
বলেও মনে করছেন অনেকে।

সর্বশেষ ২০১০ সালের ২০ মার্চ দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের পর সাবেক
প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক শেখ মহিউদ্দিন আহমেদকে
সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু তখন দক্ষিণ জেলার বিএনপির
একটি অংশ এ কমিটি মেনে নিতে পারেননি। পরে পাল্টা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে
আহমদ খলিল খানকে সভাপতি এবং ইফতেখার মহসিনকে সাধারণ সম্পাদক করা হয়। ফলে
কমিটি-পাল্টা কমিটির কারণে দলীয় নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এ অবস্থায়
২০১১ সালের মাঝামাঝি সময়ে দ্বিধাবিভক্ত দক্ষিণ জেলা বিএনপিকে একত্রিত করতে
উদ্যোগ নেয় দলের কেন্দ্রীয় কমিটি। ১৫১ সদস্যের পুর্নগঠিত কমিটিতে জাফরুল ইসলাম
চৌধুরীকে সভাপতি বহাল রাখা হলেও সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মহিউদ্দিন আহমেদ
এর স্থলে পটিয়ার সাবেক এমপি গাজী শাহাজাহান জুয়েলকে নতুন সাধারণ সম্পাদক করা
হয়। সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমদকে পুর্নগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি
করা হয়।
এই দিকে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচনের এই উদ্যোগকে দলের তৃণমূল
নেতাকর্মীরা স্বাগতম জানিয়েছেন। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় কমিটি
সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন বলে আশা করছেন দলী
নেতাকর্মীরা। এই দিকে সম্মেলনে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ,
বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী এই ৮ উপজেলা এবং পাঁচ পৌরসভার কাউন্সিলে
উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটার হবেন।

দলের গঠনতন্ত্র অনুয়ায়ী ১৫১ জনের সদস্যের কমিটি গঠন করা হবে। এবার এতে কড়াকড়ি
আরোপ করেছেন তারেক রহমান। গঠনতন্ত্র কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না বলে সাফ
জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপি’র
সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ডেকেছে। আমি
তাদের ডাকে সাড়া দিয়ে ঢাকায় এসেছি। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে দক্ষিণ জেলা
বিএনপির আহ্বায়ক হওয়ার প্রস্তাব দিয়েছেন। ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কে
সদস্য সচিব হচ্ছে এসব কমিটি গঠন হওয়ার পরেই বিস্তারিত জানাতে পারব।

পূর্ববর্তী নিবন্ধচবিতে প্রতি আসনে লড়বে ৩৪ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধসেলিম প্রধানের বিরুদ্ধে দুই মামলা